সিলেট: নগরীর মিরাবাজারে শনিবার রাতে বিরতি ফিলিং স্টেশনে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পাম্পের দু’টি ফুয়েল ডিসপেন্সারে আগুন লাগে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিরতি ফিলিং স্টেশনে ৫/৬টি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে পাম্পের দু’টি গ্যাস রিফুয়েলিং (ফুয়েল ডিসপেন্সার) মেশিনে আগুন লাগে।
এসময় বিস্ফোরণের শব্দে ও পাম্পে আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হয়।
পেট্রোলবোমা হামলা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।