সিসিনিউজ: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামালপুরের ৮ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার এক আবেদনের শুনানি শেষে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন- জামালপুরের মিয়াপাড়ার মোহাম্মদ আশরাদ হোসেন (৬৪), কাচারীপাড়ার অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন (৭১), মোহাম্মদ আব্দুল মান্নান (৬৬), বগাবাইদের মোহাম্মদ আব্দুল বারী (৬২), হারুন (৫৮), মোহাম্মদ আবুল হাসেম (৬৫), অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক (৭৫) ও এসএম জামালপুরের পুরাতন বাসস্ট্যান্ডের ইউসুফ আলী (৮৩)।