দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরের রাজবাটীতে অটো রাইস মিলে অগ্নিকান্ডে মিলের ডায়ারের এ্যালিমিটার বেল্টবাটি ও মটর পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (২ মার্চ) রাজবাটীতে কাঁটাপাড়াস্থ প্রশান্ত সাহা’র প্রগতি আটো রাইস মিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কর্মচারীরা জানান, বেলা ১টার দিকে প্রগতি অটো রাইস মিল চালু অবস্থায় ডায়ারের এ্যালিমিটারের বেল্টবাটিতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের ঘটনায় প্রাথমিক পর্যায়ে রাইস মিলের অগ্নিনির্বাপক অক্সিজেন সিলিন্ডারের দ্বারা মিলের কর্মচারীরা অগ্নি নিরাময়ের চেষ্টা চালান। পরবর্তিতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে ডায়ারের এ্যালিমিটারের বেল্টবাটি ও মটরসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস ও মিল কর্তৃপক্ষ।