বিনোদন ডেস্ক: আলোচনায় থাকার জন্যে কত রকমের কথাই না বলতে হয় বলিউড তারকাদের। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী সোফিয়া হায়াত যা বললেন, তা এক কথায় বলিউডের নামিদাবি তারকাদের তিনি নগ্ন অবস্থায় দেখতে চান।
বলিউডের সাহসী অভিনেত্রী হিসেবে সোফিয়া হায়াতের আলাদা পরিচয় রয়েছে। সেই সাহসের পরিচয় দিতে গিয়েই তিনি ঋত্বিক রোশনের মতো তারকাকে নগ্ন অবস্থায় দেখতে চেয়েছেন। আর এই অদ্ভূত ইচ্ছার কথা নিজেই ফেসবুকে লিখে জানিয়েছেন। শুধুমাত্র ঋত্বিকই নয়, আরও অনেক তারকাকেই পোশাকহীন অবস্থায় দেখতে চান তিনি। সেই তালিকায় রয়েছেন হলিউড তারকা ব্র্যাডলি কুপার ও অ্যাঞ্জেলিনা জোলিও।
এদিকে সোফিয়ার এমন ইচ্ছার কথা জানার পর বলিউডে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সমালোচকরা বলছেন আলোচনায় থাকার কৌশল হিসেবেই এমন বিতর্কিত মন্তব্য করার পাশাপাশি প্রায় নগ্ন অবস্থায় নিজের ছবি সামাজিক মাধ্যমগুলোতে প্রকাশ করেন তিনি।