কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত। মেধা অন্বেষণ প্রতিযোগিতায় উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করেন। পরীক্ষাটি ৩টি বিভাগে অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণী পর্যন্ত ক বিভাগ, ৯ম হইতে ১০ম খ বিভাগ ও একাদশ হইতে দ্বাদশ গ বিভাগ। মেধা অন্বেষণে, ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাটাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার অনুষ্ঠান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক প্রধান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এদিপ খালেদা হানুম, কাহারোল বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার কাদেরী, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।