সিসি ডেস্ক: সারাদেশে অাবারও ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হরতালের অাহ্বান করা হয়েছে। মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল কর্মসূচি বাড়ানো হলো।