• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো

06আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে শনিবার পর্যন্ত পুরো দেশে আরও ৩৪জনের মৃত্যু হয়েছে। এর ফলে এ রোগে এ পর্যন্ত এক হাজার ৭৫জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভারতজুড়ে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা ২০ হাজারে ছুঁয়েছে। শনিবার পর্যন্ত এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৭৫ জন। মৃত ও আক্রান্তের তালিকায় আগে শীর্ষে ছিলো রাজস্থান। এ রাজ্যে মৃতের সংখ্যা ছিলো ২৬১জন। রবিবার গুজরাটে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। এর ফলে তালিকায় রাজস্থানের আগে চলে গেছে গুজরাট। রাজ্যে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৬৮জন। আর মারা গেছে ২শ ৭৫জন।

গুজরাটের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যে রবিবার পর্যন্ত নতুন করে আরও ২৪৭ জন আক্রান্ত হয়েছেন।

এছাড়া তেলেঙ্গানা ও পাঞ্জাবে এ রোগে মারা গেছে ৫৭ জন ও ৪২ জন। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৯১জন। এখানে মারা গেছে ১০জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নদ্দা বলেছেন, মাত্র ২১টি ল্যাবরেটরিতে সোয়াইন ফ্লু পরীক্ষা করা হয়, যা যথেষ্ট নয়। সরকার প্রতিটি রাজ্যে এইচ১এন১ ভাইরাস পরীক্ষার পরিকল্পনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ