কক্সবাজার: ৪শ পিস ইয়াবাসহ কক্সবাজার জেলা ওলামা লীগের সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম সিকদারকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী আরো একজনকে আটক করা হয়। মঙ্গলবার রাতেশহরের পিটিস্কুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বদিউল টেকনাফ উপজেলা সাতঘরিয়া পাড়ার মীর আহমদ সিকদারের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, বদিউল সিকদার পিটি স্কুল এলাকায় ইয়াবা বিক্রির করার জন্য খদ্দেরের অপেক্ষা করছে। এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ৪শ পিস ইয়াবাসহ তাকে ও তার সহযোগী রামু গর্জনিয়ার জাহাজপাড়া এলাকার মৃত বশর করিমের ছেলে আবদুল হাকিমকে হাতে নাতে আটক করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, একই অভিযানে হাশেমিয়া মাদরাসার সামনে থেকে ৪শ পিস ইয়াবাসহ আরো দু’জনকে আটক করে পুলিশ।
আকটকৃতরা হলেন-উখিয়া কোটবাজার এলাকার মাহমুদুল হাসানের ছেলে মো. শফিক (২০) ও দক্ষিণ রুমালিয়াছড়ার শামসুল আলমের ছেলে নেছার (৩০)। তাদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউল ইসলাম জানান, আটককৃদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।