সিসি ডেস্ক: জোর করে স্ত্রীর গর্ভপাত করায় স্বামী দুলু মিয়ার ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে রংপুর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান।
বুধবার দুপুরে তিনি এই রায় দেন।
চায়না গর্ভবতী হলে ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি দুলু মিয়া গর্ভপাতের উদ্দেশ্যে স্ত্রী চায়নার পেটে লাথি মারেন। পরে তাকে আহত অবস্থায় প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চায়না বাদি হয়ে একটি গর্ভপাতের মামলা করেন(নং৩০৭/১০)।
এপিপি ফারুক জানান, ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে বুধবার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামি দুলু মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।
আসামি দুলু মিয়া জামিনে ছিলেন। বুধবারই তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে আদালত।