• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন |

সৈয়দপুর রেল কারখানায় ক্যারেজ সংযোগ যন্ত্রাংশ তৈরি হচ্ছে

Workshopসিসি নিউজ: দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় তৈরি রেল ক্যারেজের সংযোগ যন্ত্র। এ যন্ত্রের নাম স্ক্রু কাপলিং হাইটের সাইল কমলিট। কারখানার কামারশাল ও প্রডাকশন মেশিন শপে যন্ত্রটি তৈরি করা হয়েছে। এটি ট্রেনো দুটি ক্যারেজকে জুড়ে দেয়ার কাজ করে। বছরে পশ্চিমাঞ্চল রেলওয়েতে এ ধরণের ২৪২টি যন্ত্রের প্রয়োজন দেখা দেয়। আগে এ যন্ত্র আমদানি করতে প্রায় ৩০ হাজার টাকা খরচ আর সময় ব্যয় হত। আর সৈয়দপুর রেলওয়ে কারখানায় এটি তৈরিতে খরচ পড়েছে মাত্র ৭ হাজার ২৬ টাকা। রেলওয়ে কারখানার কামারশাল শপের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান আলী জানান, গত দুই মাসে তারা ১৪টি স্ক্রু কাপলিং তৈরি করেছেন। বছরে এ ধরণের ১২১টি পর্যন্ত যন্ত্র তৈরি করা সম্ভব। কারখানায় লোড টেষ্টিং ল্যাবে স্ক্রু কাপলিংয়ের মান নিয়ন্ত্রন করা হয়েছে। এখানে তৈরি ওই স্ক্রু কাপলিং বিশ্বমানের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ