সিসি নিউজ: নীলফামারীতে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মফেজা খাতুন (৪৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। সে সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাহালীপাড়া গ্রামের তোজ্জাম্মেল হোসেনর স্ত্রী। বুধবার সকালে নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
মফেজার পরিবারের বরতা দিয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান পাশা জানান, মফেজা খাতুন দীর্ঘদিন যাবত জটিল রোগে ভোগিতেছিল।
মঙ্গলবার গভীর রাতে সকলের অগোচরে ঘরে রাখা ইঁদুর মারা টেবলেট খেয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন তার মৃত দেহ বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে তার নিজ ঘর থেকে মৃত দেহ উদ্ধারসহ বিছানার পড়ে থাকা ইঁদুর মারার ট্যাবলেট উদ্ধার করে।
পরিবারের সদস্যদের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে বলে জানান ওসি।