নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলা ভূমি অফিসে পেট্রোলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা।
এতে অফিসের দুটি কক্ষের কিছু অংশ পুড়ে গেছে। তবে, এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মাইজদী বাজারস্থ অফিসে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও অফিস সূত্রে জানা গেছে, রাতে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত ভূমি অফিসের সহকারির কক্ষসহ দুটি কক্ষের জানালা দিয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এসময় আগুন দেখতে পেয়ে অফিসের তিনজন নাইটগার্ড চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি অফিসের জানালা ও অফিসের কিছু কাগজপত্র পুড়ে গেছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছে।