ঢাকা: ৭ মার্চের জনসভা উপলক্ষে আগত যুবলীগের মিছিলে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। তিনজনকে ধরে গণপিটুনি দেওয়া হয়েছে।
শনিবার বিকেল ৪টার দিকে শিক্ষাভবনের সামনে এ বোমা হামলার ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আছেন আব্দুল কুদ্দুস, রায়হান, রামপুরা ২৩ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভানেত্রী শারমিন সুলতানা, শামীম, আলকাস আলী, নাজমুল হাসান নাজু, হায়দার, আলফাজ উদ্দিন ও আবু তাহের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যাচ্ছিলো রামপুরা থেকে যুবলীগের একটি মিছিল। শিক্ষাভবনের সামনে মিছিলটিকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে মিছিলকারীদের অন্তত ১০ জন আহত হন।
এ বিষয়ে শাহবাগ থানার এসআই একে আজাদ জানান, যুবলীগের মিছিল লক্ষ্য করে কে বা কারা একটি বোমা নিক্ষেপ করেছে। সেটি বিস্ফোরিত হওয়ায় কয়েকজন আহত হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় রহিস সিদ্দিক, আতাউর রহমান এবং হাসান নামের সন্দেহভাজন তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।