সিসি নিউজ: নীলফামারীতে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। গণধর্ষনের শিকার ওই কিশোরী পেশায় একজন বাউল গানের শিল্পী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামে।
সদর থানায় দায়ের করা মামলার বিবরণে জানা যায়, জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের সংখ্যালঘু মৃণাল কান্তি ওরফে লিচু এর পরিবারের ওই কিশোরী তার পরিবারের সাথে বিভিন্ন স্থানে চুক্তিভিত্তিক বাউল গান করে বেড়ায়। ওই রাতে এক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ধর্ষিতা, তার পিতা মৃণাল কান্তি ও বড়ভাই রত্মেশ্বর কে রাতের প্রথম প্রহরে রংপুরের তারাগঞ্জ উপজেলায় নেয়া হয়। সেখান থেকে তাদের রাতের দ্বি-প্রহরে নিয়ে আসা হয় নীলফামারীর ঢেলাপীর নামক স্থানে। এই ঢেলাপীর থেকে কিশোরীটিকে জোড় পূর্বক তুলে নিয়ে যাওয়া হয় জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামে। সেখানে গ্রামবাসী জনৈক আবু তাহেরের বাড়ীতে ওই কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করা হয়। গ্রামের লোকজন ভোর রাতে বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার এবং ধর্ষণের স্থান ওই বাড়ীর মালিক আবু তাহের (৪৮) ও সৈয়দপুর উপজেলার খোর্দ বোতলাগাড়ী গ্রামের মশিউর রহমান (২১) নামের এক যুবককে গ্রেফতার করে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।