ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার থানা প্রেসক্লাব চত্ত্বরে হতদরিদ্র প্রবীণদের মাঝে কম্বল বিতরণ। বহুব্রীহির উদ্যোগে শনিবার হেল্পএইজ ইন্টারন্যাশনাল নামক একটি সংস্থা ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারভিযান প্রকল্পের জেলা সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং বিতরনকৃত কম্বল আগামী শীতে ব্যবহারের জন্য উপস্থিত প্রবীণদের অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের, থানা প্রেসক্লাবের প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মোঃ উজ্জ্বল. শফিকুল ইসলাম (জুয়েল), দৈনিক জনতার ফুলবাড়ী প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী প্রমুখ। সাংস্কৃতিক কর্মকান্ডের মাধমে প্রবীণ অধিকার সুরক্ষায় সচেতনতামূলক প্রচারাভিযান নিমিত্তে বহুব্রীহি দিনাজপুরে প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারভিযান ৩ বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করে আসছে।