দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) এই দিনের পরীক্ষায় কুড়িগ্রামে ২ পরীক্ষার্থী ও এক পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। ওই দিনের পরীক্ষায় ১৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় ৭৮ হাজার ১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ১৫৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শনিবার কুড়িগ্রাম জেলায় ২ পরীক্ষার্থী ও এক কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
রংপুর ভিভাগের ৮ জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট ১ লাখ ২৬ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এবারে ২৩৪টি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৫৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।