সিসি নিউজ: কেক কেটে আর আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো সৈয়দপুর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সর্তীর্থের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শুক্রবাার রাতে সৈয়দপুর শহরের নয়াটলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সদস্যরা ১৪ পাউন্ডের কেক কেটে কর্মসূচির উদ্বোধন করে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ ও উদীচী শিল্পি গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ড. আমির আলী আজাদ ও বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল, সহ-সাধারণ সম্পাদক এম. ওমর ফারুক উপস্থিত ছিলেন।
সতীর্থের সদস্য সচিব রোকনুজ্জামান নিশানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য রফিকুল বারি, আব্দুল কুদ্দুস, টিপু, বাদশা প্রমুখ।
আলোচনা সভা শেষে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সতীর্থের সদস্যরা।