সিসি নিউজ: শার্শায় পরিবহনের চাপায় তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে চারটার দিকেযশোর-সাতক্ষীরা মাহসড়কের যশোরের শার্শা উপজেলারজামতলামবিল ফ্যাক্টরির সামনে এদুর্ঘট নাঘটে।
নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় জানাযায়নি।
স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সোহাগ পরিবহন শার্শার জামতলা মবিল ফ্যাক্টরির সামনে পৌঁছালে নাভারণমুখী এক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে এক নারী ও দুই পুরুষ বাসের নিচে মোটরসাইকেলসহ চাপা পড়ে। বাসচালক তাদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি গাছের সাথে বাসের ধাক্কা লাগলে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে শার্শা থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা মুঠোফোনে সিসি নিউজকে জানান, মোটরসাইকেল আরোহীরা বাসের নিচে পড়ে নিহত হয়েছেন। তাদের উদ্ধারে স্থানীয় বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়েছেন। নিহতের নাম পরিচয় জানা যায়নি।