সিসি নিউজ: সৈয়দপুরে আন্তঃনগর তিতুমীর ট্রেন বাঁশের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন বিকলের ঘটনায় দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন ওই ট্রেনের চালক কাজী ওয়াহেদুজ্জামান ও সহকারী চালক আনিছুর রহমান।
গত রোববার বিকেলে তিতুমীর ট্রেনটি সৈয়দপুর-খয়রাত নগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে চলন্ত ট্রেনের ইঞ্জিনে বাঁশের গাড়িতে ধাক্কা লেগে লুব ওয়েল পাইপ ফেটে গিয়ে ইঞ্জিন (৬৪০৫) বন্ধ হয়ে যায় বলে দাবি করেন ট্রেনের চালক কাজী ওয়াহেদুজ্জামান। এতে চরম ভোগান্তিতে পড়ে ওই ট্রেনের যাত্রী সাধারণ।
রাত ৭টার দিকে রিলিফ ট্রেন পাঠিয়ে বিকল ইঞ্জিনটিকে উদ্ধার করে পার্বতীপুর ডিজেল সেডে নিয়ে আসা হয়। এতে ট্রেনটি ৪ ঘণ্টা লেটের ঘটনা ঘটে।
এ ব্যাপারে পশ্চিম রেলের পাকশী ডিভিশনের ডিআরএম আফজাল হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার পরপর চালক ও সহকারী চলককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে এএমই (পাকশী) কামরুজ্জামানকে আহ্বায়ক করে ৩ সদস্যের কামিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, পার্বতীপুরের এইএন সিদ্দিকুর রহমান ও এরিয়া অপারেটিং ম্যানেজার শাহ আলম তালুকদার।