চট্টগ্রাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফিকে নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
বুকে ব্যাথা অনুভব করায় মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে হাসপাতালে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাঈনুদ্দীন রুহী জানান, ‘ বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার রাতে ওনাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইব্রাহিমের তত্ত্বাবধানে আছেন। দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।