সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ মটরসাইকেলসহ তহিদুল ইসলাম (৩২) নামের এক মটরসাইকেল চোরকে আটক করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের প্লাজা সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার সহযোগি মোস্তাফিজুর রহমান তারেককে (৩৩) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শহরে বসবাসকারী এ্যাড. রবিউল ইসলাম তার ব্যবহৃত মটরসাইকেলটি প্লাজার সামনে রেখে মার্কেটের ভিতরে প্রবেশ করে। এ সুযোগে মটরসাইকেল চোরের সিন্ডিকেটের সদস্য তহিদুল ওই মটরসাইকেল নিয়ে চম্পট দেয়। লোকজন বিষয়টি আঁচ করতে পেয়ে তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তহিদুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি গ্রামের কুটিরপাড়ের মৃত. ডা. মোয়াজেম হোসেনের পুত্র।
তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ রাতেই সৈয়দপুরের কামারপুকুর ইউপি’র ব্রম্মতল গ্রাম থেকে মটরসাইকেল চোরের সিন্ডিকেটের সদস্য মোস্তাফিজুর রহমান তারেককে গ্রেফতার করে। তারেক ওই গ্রামের বেলাল হোসেনের পুত্র।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন সিসি নিউজকে জানান, রিমান্ড চেয়ে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।