চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বণিক সমিতির সাথের থানা প্রশাসনের এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
রাণীরবন্দর দারুল ইসলাম আলিম (কংগ্রেস) মাদ্রাসায় এ মতবিনিময় সভা বণিক সমিতির সভাপতি আলহাজ্জ সেকেন্দার আলী শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান আনিস। মতবিনিময় সভায় দেশের চলমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়। এ সময় মতবিনিময় সভা বণিক সমিতির সহ-সভাপতি আলহাজ্জ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, যুগ্ন সম্পাদক আতাউর রহমান, সদস্য তোফাজ্জল হোসেন বেগ, আলহাজ্জ বেশার উদ্দিন, জাকির, মোসলেম উদ্দিন, দুলাল, রানা, মোস্তাফিজুর রহমান, খবিত উদ্দিন, তুষার, নারায়ন, ওবাইদুর ও মকবুল হোসেনসহ ৩১ সদস্য এবং চিরিরবন্দর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ লিয়াকত আলী খন্দকার ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।