সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের নলকায় ট্রাকচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমান সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার রাত ৩টায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার (এসআই) আবদুল গনি সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।