আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার সশস্ত্র সংগঠন বোকো হারামের আনুগত্যের আবেদন গ্রহণ করেছে ইসলামিক স্টেট (আইএস) । এক অডিও বার্তায় আইএস বিষয়টি জানায়।
অডিও বার্তাটিতে আইএসের মুখপাত্র মুহাম্মদ আল-আদনানি বলেন, খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্য এখন পশ্চিম আফ্রিকা পর্যন্ত বিস্তৃত হলো। তিনি পশ্চিম আফ্রিকার সংগঠনেও মুসলমানদের যোগ দেওয়ার আহ্বান জানান।তবে এ অডিও বার্তাটি আইএস’র কিনা সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে।এর আগে গত ৭ মার্চ একই পদ্ধতিতে আইএস’র প্রতি আনুগত্য ঘোষণা করে বোকো হারাম।
অডিও বার্তাটিতে বোকো হারাম প্রধান আবুবকর শেকাউরের বলে সে সময় দাবি করা হয়। ওই অডিও বার্তায় বলা হয়, আমরা খেলাফত শাসনের প্রতি আমাদের আনুগত্য ঘোষণা করলাম… শুনবো ও মান্য করবো কঠিন এবং সমৃদ্ধির সময়ে এগিয়ে যাবো।