কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একজন অনলাইন পত্রিকার সাংবাদিক ও ব্রাকের নরসিংদী দাবী শাখার প্রোগ্রাম অর্গানাইজার (পিও) সহ ৪ জনকে এক দিনের করে কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান এ দন্ড প্রদান করেন।
থানা সুত্র জানায়, শুক্রবার রাতে জুয়া খেলার সময় মাগুড়া উত্তরপাড়া থেকে ৪ জুয়ারীকে আটক করে পুলিশ। এর মধ্যে মাগুড়া গ্রামের নুরুল হকের ছেলে অনলাইন প্রিয়বিডি২৪.কম পত্রিকার সাংবাদিক হাফিজুল ইসলাম (২৫) পরিচয় পত্র নম্বর ১৪, একই গ্রামের মজিবর রহমানের ছেলে ব্রাকের নরসিংদী দাবী শাখার প্রোগ্রাম অর্গানাইজার শাহারুল ইসলাম (৩৫), আজাহারুল ইসলাম (২৫) ও আব্দুুল জব্বার (৪০) কে ভ্রাম্যমান আদালত ১ দিনের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
বাইসাইকেল র্যালী
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শনিবার মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় পল্লী শ্রীর আয়োজনে কিশোর-কিশোরীদের নিয়ে “মর্যদায় গড়ি সমতা” ক্যাম্পেইন এ বাইসাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“মর্যদায় গড়ি সমতা” ক্যাম্পেইন এ বাইসাইকেল র্যালিটি উপজেলার ৪টি গ্রাম প্রদক্ষিণ করে বিএম কলেজ মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
পল্লী শ্রী প্রোগ্রাম ফ্যাসিলিটেটর নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বি এম কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী শ্রীর নারী ক্লাবের সভানেত্রী কাজলী বেগম। আলোচনা সভায় নারীর অধিকার, শ্রমে ও ন্যায্যমূল্য নারীর কাজের মর্যাদা, স্বীকৃতি, গৃহস্থালির কাজে পুরুষের অংশ গ্রহণ, বাল্য বিবাহ, যৌতুক প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবু তাহের শাহ্।