খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় প্রেসক্লাব ও থানার সাথে উপজেলার শিশু সাংবাদিক ফোরামের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার পাকেরহাটে সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’র ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে খানসামা থানার এসআই রেজাউল করিম, খানসামা প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও প্রচার সম্পাদক শাহনুর রহমান শাহীন, এসইউপিকে’র প্রকল্প কর্মকর্তা (প্রশিক্ষণ) খায়রুল আলম, টেকনিক্যাল অফিসার মনজু আরা, কমিউনিটি ফ্যালিটেটর দেলোয়ার হোসেন, প্রশান্ত রায় ও সাদিয়া বেগম উপস্থিত ছিলেন। এতে উপজেলার ছয় ইউনিয়নের শিশু সাংবাদিক ফোরামের সদস্যরা অংশগ্রহণ করে। সভায় ইভটিজিং, বাল্যবিয়ে ও নারী নির্যাতন, স্কুল ঝরে পড়া রোধে কারণীয়সহ বিভিন্ন ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ, সোর্সদের সহায়তা, প্র্যাকটিক্যাল সাংবাদিকতার কলা-কৌশল এবং বাংলাদেশ সরকারের দন্ডবিধি মোতাবেক আইন প্রয়োগকারী সংস্থার কার্যকরী ভূমিকার সম্পর্কে আলোকপাত করা হয়।