দিনাজপুর প্রতিনিধি : মানুষের দৈনন্দিন কর্মজীবনে স্ভাভাবিক কর্মকান্ডের পাশাপাশি পারস্পারিক খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। খেলাধুলা মানুষের মনকে সতেজ ও প্রফুল্ল রাখতে সহায়তা করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সন্তানদের উপযুক্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে।
শনিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড রংপুর বিভাগ ও দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে তৃতীয় বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি এসব কথা বলেন।
রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত’র সভাপতিতেত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রংপুর কর্মচারী কল্যাণ বোর্ডের উপ-পরিচালক মোঃ ইব্রাহীম খান, কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদ। শুবচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানে রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) কাজী হাসান আহমেদ, পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, রংপুর জেলা প্রশাসক ফরিদ আহম্মদ, নীলফামারী জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন, গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ এহছানে এলাহী ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রতিমন্ত্রীর একান্ত সবিচ, দিনাজপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, রংপুর বিভাগের বিভিন্ন জেলা হতে আগত কর্মকর্তা ও কর্মচারী, খেলা পরিচালনাকারী ও বিচারকবৃন্দসহ অংশ গ্রহনকারী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।