ঢাকা: জাতীয় পার্টির এক কেন্দ্রীয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আরো দুই নেতাকে বিভিন্ন পদে মনোনীত করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের গঠনতন্ত্রের ৩৯ ধারার ক্ষমতাবলে সম্প্রতি তিনি এ নিয়োগ দেন।
জানা গেছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মিলনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এর আগে পার্টির শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। পার্টির বর্তমান যুগ্ম প্রচার সম্পাদক বেলাল হোসেনকে পদোন্নতি দিয়ে প্রচার সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সম্প্রতি জাতীয় পার্টিতে যোগ দেওয়া আলমগীর কবিরকে নরসিংদী জেলা জাতীয় পার্টির সহসভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রচার সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব পাওয়া জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা বেলাল হোসেন বলেন, ‘পার্টির চেয়ারম্যান বিশ্বাস করে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা নিষ্ঠার সঙ্গে পালন করতে সর্বোচ্চ চেষ্টা করব।’