ডোমার (নীলফামারী ) প্রতিনিধি : প্রকাশ্যে ক্যাম্প স্থাপন করে ক্ষুদ্র ঋণ বিতরন শুরু করেছে সোনালী ব্যাংক। রবিবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় হলরুমে ডোমার শাখা সোনালী ব্যাংক এই ক্যাম্প স্থাপন করে। এ দিন ২৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ৫ লাখ টাকার এই ব্যাংক ঋণ বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক বীরেন্দ্রনাথ রায়। সোনালী ব্যাংক ডোমার শাখা ব্যবস্থাপক মো: মাহমুদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক নীলফামারী অঞ্চল এজিএম অমরেন্দ্রনাথ বিশ্বাস, ডোমার সরকারী কলেজের অধ্যক্ষ (অবঃ)এম এস এ কাদের প্রধান।
ঋণ বিতরনে প্রধান অতিথি বলেন,স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা কৃষি ঋন বিতরন করছি। পুরাতন ঋন পরিশোধ করে নতুন ঋন গ্রহন করুন। এই প্রক্রিয়ায় কোন অস্বচ্ছ হলে সরাসরি আমাদের কাছে অভিযোগ করবেন । এবার থেকে ক্ষুদ্র ঋণ বিতরন করা হবে প্রকাশ্যে ক্যাম্প স্থাপন করে। যাতে কেউ হয়রানীর শিকার না হয়।