ঢাকা: নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের কর দাতা শনাক্তকরণ নম্বরের (টিআইএন) বিষয়টি সরকার প্রবর্তিত আইন। সরকারের আইন মানা আমাদের জন্য বাধ্যতামূলক। এজন্য নির্বাচন কমিশন মনোনয়নপত্রে প্রার্থীদের টিআইএন নম্বর বাধ্যতামূলক করা হয়েছে।’
রোববার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
আচরণবিধি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. শাহনেওয়াজ বলেন, ‘তফসিলের আগে পোস্টার-ব্যানারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালালেও আইনত আমাদের কিছু করণীয় নেই। তফসিল ঘোষণার পর আমরা এবিষয়ে কথা বলতে পারব। তবে এখন যারা প্রচারণার কাজে অর্থ ব্যয় করছে, তফসীল ঘোষণার পর তাদের এ ব্যয়ের হিসাব বিবেচনা করা হবে।’
তিনি বলেন, ‘আমাদের ছোট-খাটো কিছু ঝামেলা আছে, সেগুলো সমাধান করে কমিশন মিটিংয়ের পর তফসিল ঘোষণা করা হবে।’