সিসি নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ২০ দলীয় জোটের টানা অবোরোধ আর হরতালে নাশকতা সাধারন মানুষের প্রানহানি এবং শিক্ষাসহ দেশের সার্বিক খাত ক্ষতিগ্রস্তের কারনে সৈয়দপর ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা মানববন্ধন পালন করেছে। শনিবার বেলা ১১ টা হতে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত সৈয়দপুর ডিগ্রি কলেজের সম্মুখ মহাসড়কে প্রায় দুই হাজার শিক্ষার্থীসহ কলেজটির শিক্ষক- কর্মচারিরা এ মানববন্ধন পালন করেন। এ মানববন্ধনে ছাত্রনেতাসহ সাধারন শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, হিংসাত্বক রাজনৈতীক আন্দোলনের নামে কর্মসুচি সাধারন মানুষের প্রান কেড়ে নিচ্ছে। তাই এ কর্মসুচি মেনে নেয়া যায় না। পাশাপাশি এসএসসি, এইচএসসি এবং ডিগ্রিসহ সকল পরিক্ষা সঠিক সময়ে অনুষ্ঠিত না হওয়ায় সারাদেশের শিক্ষার্থীদের চরম ক্ষতি হচ্ছে। এভাবে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ছে। পুরন হচ্চে না তাদের কাঙ্খিত লক্ষ্য। ছাত্রনেতা মোঃ আরিফ হোসেন বলেন, আমরা যে কোন শিক্ষার্থী যে দলই করি না কেন, আমাদের পড়ালেখার ক্ষতি হোক এমন রাজনীতি চাই না। তাই অবিলম্বে ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ কর্মসুচি প্রত্যাহার করার দাবি জানান তারা সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে। ছাত্রনেতা রকিবুল হাসান বলেন, হরতালে খেটে খাওয়া মানুষের প্রান যাচ্ছে। এ প্রানের বলী দেশের কোন রাজনৈতিক দলের মঙ্গল বয়ে আনতে পারেনা। তাই দেশকে ও দেশের মানুষকে ভালবেসে হিংসাত্বক এ রাজনৈতিক কর্মসুচি প্রত্যাহার করে সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান এ ছাত্রনেতা । এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি কলেজটির অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, উপাধ্যক্ষ নার্জিজ বানু এবং অন্যন্য প্রভাষকরা ও একই দাবি জানিয়ে মানব বন্ধনে বক্তব্য রাখেন।