সিসি নিউজ: দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলীকে সৈয়দপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। শনিবার গভীর রাতে বাসা থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে গত ৮ ফেব্রুয়ারী সৈয়দপুর শহরের বাইপাস সড়কে নীলফামারী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলীর গাড়িতে ঢিল মারার অভিযোগে দ্রুত বিচার আইনে ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলার আসামীরা হলেন, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, হাফিজুল ইসলাম হাফিজ, নুর ইসলাম, জাহাঙ্গীর আলম, মাসুদ, বিপ্লব, মকবুল হোসেন, এনামুল হক। ঘটনার দিন রাতেই হাফিজ ও নুর ইসলামকে গ্রেফতার করে পুলিশ। গত ২৫ ফেব্রুয়ারী বিপ্লবকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ মামলায় ৪ জনকে গ্রেফতার করা হলো।