বিনোদন ডেস্ক : স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে বলিউড অভিনেত্রী রতি অগ্নিহোত্রী।
রতি পুলিশের কাছে অভিযোগ করেছেন, তার স্বামী তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। তার শরীরে মারধরের চিহ্নও পুলিশের কাছে দেখিয়েছেন তিনি। ডেপুটি পুলিশ কমিশনার এস জয়কুমার ভারতীয় একটি সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন।
১৯৮৫ সালে অনিল ভিরওয়ানীর সঙ্গে বিয়ে হয় রতির। অনিল পেশায় আর্কিটেক-ব্যবসায়ী। ৫৪ বছরের এই বলিউড অভিনেত্রী মুম্বাইয়ের ওরলি এলাকায় স্বামী ও অভিনেতা পুত্র তনুজের সঙ্গে থাকতেন।
রতি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি এই অত্যাচারের শিকার। তবে এই অত্যাচার ও হুমকির পিছনে সঠিক কী কারণ, তা স্পষ্ট করেননি রতি।
এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।