সিলেট : সিলেট নগরীর ঝেরঝেরি পাড়ায় চতুর্থ শ্রেণির স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ, খুন ও লাশ গুমের চেষ্টার ঘটনায় গ্রেফতারকৃত র্যাবের সোর্স আতাউর রহমান গেদার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিলেট মুখ্য মহানগর হাকিম আদালত-১।
সোমবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিম পাটওয়ারী বিচারক সাহেদুল করিমের আদালতে গেদার ১০ দিনের রিমান্ড আবেদন জানান। পরে শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সাঈদ অপহরণ, হত্যা ও লাশ গুমের চেষ্টার ঘটনায় রোববার একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বিমাবন্দর থানা পুলিশ কনস্টেবল এবাদুর।
উল্লেখ্য, গত বুধবার নগরীর রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির স্কুলছাত্র আবু সাঈদকে অপহরণ করা হয়। শনিবার রাতে নগরীর ঝেরঝেরি পাড়াস্থ পুলিশ কনস্টেবল এবাদুরের বাসা থেকে বস্তাবন্দি অবস্থায় সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ কনস্টেবল এবাদুর, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক পরিচয়দানকারী আবদুর রকিব ও র্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদাকে গ্রেফতার করা হয়।