খেলাধুলা ডেস্ক : আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগাররা ভয়হীন ক্রিকেট খেলবেন বলে জানালেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে মঙ্গলবার মেলবোর্নে সাংবাদিকদের সাকিব বলেন, ‘আমরা ভয়হীন ক্রিকেট খেলব। বিশ্বকাপে এত দিন আমরা যেমন ভালো ক্রিকেট খেলে এসেছি, এবারও তেমনটাই খেলতে চাই। আশা করি, আমরা তা পারব।’
ভারতের সঙ্গে শুরুটা ভালো করা প্রয়োজন বলে মনে করেন সাকিব। প্রাক্তন বিশ্বসেরা এই ওয়ানডে অলরাউন্ডার বলেন, ‘আমাদের শুরুটা ভালো করা প্রয়োজন। যদি আমরা এই গতি ধরে রাখতে পারি, তাহলে যেকোনো কিছু সম্ভব।’
অপরাজিত দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠা ভারতকে সমীহ করে সাকিব বলেন, ‘ভারত খুব ভালো একটা দল। তারা ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছেন। তবে আমরাও এই বিশ্বকাপে ভালো করছি। আমাদের আত্মবিশ্বাস এখন অনেক ওপরে।’
২০০৭ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিদের ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। ম্যাচটির প্রসঙ্গে সাকিব বলেন, ‘অবশ্যই ওটা আমাদের মনে থাকবে। তবে এবার হবে সম্পূর্ণ নতুন একটি ম্যাচ। আমরা জানি, এটা একটা কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।’