
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ৫ প্যাকেট বিরিয়ানী, ২ প্যাকেট বোরহানী ও ২টি পেপে নিয়ে এসে আটক হলেন দুই যুবক। আটককৃত যুবকদের একজনের নাম নাসির উদ্দিন ও অপর জনের নাম জুয়েল খান। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তারা এসব খাবার নিয়ে গুলশান কার্যালয়ের সামনে আসলে গুলশান থানা পুলিশ তাদেরকে আটক নিয়ে যায়। আটক করে নিয়ে যাওয়ার সময় দুই যুবক নিজেদেরকে ছাত্রদলের কর্মী বলে দাবি করেছে।