তিনি শিশুদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজকের শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে দেশকে গড়ে তুলতে হবে। তার চিন্ত-চেতনাকে বাস্তবায়ন করতে হবে। সেই আলোকে দেশের জন্য কাজ করতে হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগে শিক্ষা ব্যবস্থায় অবকাঠামোগত কোনো উন্নয়ন ছিলোনা। এখন আমাদের সময়ে সকল স্কুলগুলো ছাত্রছাত্রীরা টিফিন পায়, যেখানে ভালো ভবন নেই সেখানে ভবনের ব্যবস্থা করে দিয়েছি, মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করে দিয়েছি, যেখানো কোনো স্কুল নেই সেখানে আমার স্কুল করে দিয়েছি। একমাত্র আমরা শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছি।
প্রতিবন্ধীদের প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের আশেপাশে যেসকল প্রতিবন্ধী শিশু আছে। তাদেরকে কখনো অবহেলা করবে না, কষ্ট দিবে না। সবসময় তাদের মনের কষ্ট ভুলিয়ে দিয়ে তোমরা তাদের পাশ থাকবে। প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে কোনো দরিদ্র থাকবেনা। মানুষের নূন্যতম যে চাহিদা গুলো দরকার যেমন-খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। যাতে করে আগামী দিনে শিশুরা সুস্থ সবল হবে। আমার একটাই চাওয়া বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব।
খেলাধুলার প্রতি শিশুদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি আমাদের শিশুদের খেলাধুলায় মনোযোগী হতে হবে। এজন্য আমরা স্কুলে স্কুলে প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করেছি। এর মাধ্যমে প্রমাণ করতে হবে সুযোগ পেলে আমরাও পারি। তিনি আরো বলেন, মহান অর্জনের মহান ত্যাগের দরকার। তাই তোমরা বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান হয়ে ত্যাগের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই আশাই করি তোমাদের কাছে।