• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

বিপ্লবী উর্দুকবি হাবিব জালিবের গজল

ja।।ভাষান্তর: শিশির আচার্য।।

হাবিব জালিব ছিলেন একজন বিপ্লবী কবি ও রাজনীতিক। তিনি ১৯২৮ সালের ২৪ মার্চ তৎকালীন বৃটিশ ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুরের এক নিকটতম গ্রামে জন্মগ্রহণ করেন। ভারত ভাগের পর তিনি করাচিতে একটি দৈনিক পত্রিকায় শব্দমার্জকের কাজ নেন। তিনি ছিলেন একজন প্রগতিবাদী লেখক। তিনি খুব সহজভাষায় কবিতা লিখেছেন এবং কবিতার মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকারের কথা তুলে ধরেছেন। পাকিস্তানী মিলিটারী ডিক্টেটারশিপ-বিরোধী ভূমিকার জন্য দেশজোড়া খ্যাতি ছিল কবি জালিবের। এই অনলবর্ষী কবির পদ্য ১৯৬২ সালে জেনারেল আইয়ুবের ‘শাসনতন্ত্রে’র বিরুদ্ধে জনসাধারণের মুখে ভাষা জুগিয়েছিল। জালিবের স্বৈরতন্ত্রবিরোধী উচ্চারণের নমুনা: “কেবল প্রাসাদকে আলোকিত করে যে-প্রদীপ/কেবল নির্বাচিতজনের ফুর্তির জোগান দেয় যে-প্রদীপ/যারা আপসের ছত্রছায়ায় শ্রীবৃদ্ধি অর্জন করে/এমন রেওয়াজকে, আলোকবঞ্চিত প্রভাতকে/আমি মানি না! আমি জানি না!” জেনারেল জিয়াউল হকের হকের আমলেও বারবার জেল খেটেছেন এই বিপ্লবী কবি। শেষবার জেল থেকে বেরিয়েও তিনি তার স্বৈরতন্ত্রবিরোধী কণ্ঠটিকে খাটো করেননি। (আবদুস সাকুর; প্রগতিবাদী উর্দুকাব্যের আবির্ভাব ও তিরোভাব; নতুন দিগন্ত)। এই বিপ্লবী কবি ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন ফোরামে বক্তব্য দেন। এর প্রতিবাদে কবিতাও লেখেন তিনি। এজন্য তাকে কারাগারে পাঠায় তৎকালীন পাকিস্তানের সামরিক সরকার। বাংলাদেশের মুক্তিসংগ্রামের পাশে তার এই সোচ্চার অবস্থানকে স্মরণ করে গত ২০১৩ সালে তাকে মুক্তিযোদ্ধা সম্মাননা পদকে ভূষিত করা হয়। তিনি ১৯৯৩ সালের ১৩ মার্চ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার স্মরণে তারই একটি গজলের অনুবাদ।


গজল

হিন্দুস্তানও আমার জেনো পাকিস্তানও আমার
যদিও এই দেশদ্বয়ে রয়েছে আধিপত্য আমেরিকার

গমের সাহায্য নিয়ে আমরা কত খেয়েছি ধোকা
জিজ্ঞেস করো না কতদিন আমেরিকার কাছে রয়েছি বোকা

এখনো সঙ্গিনে ঘেরা চারিদিক এই ফুলেল উপত্যকার
হিন্দুস্তানও আমার জেনো পাকিস্তানও আমার

খান বাহাদুর, ইংরাজের সঙ্গ ছাড়ো তুমি এবার
তুমি নিছক শিকার তাদের হয়েছ যে বারেবার

ম্যাকমিলন তোমার না হলে বল কেনেডি কি করে হবে তোমার
হিন্দুস্তানও আমার জেনো পাকিস্তানও আমার

এই দেশ, বন্ধু, জেনে রেখো শুধু কিষাণ আর মজুরের
এই  দেশে চলবে না শাসন কতিপয় কোনো ধোকাবাজের

চেয়ে দেখ ঐ মুক্তির ভোর, কেটে যাবে জুলুমের ঘোর আঁধার
হিন্দুস্তানও আমার জেনো পাকিস্তানও আমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ