রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে প্রতারণা পূর্বক ধর্মান্তরিত করে বিয়ের প্রলোভন দেখিয়ে তিন সপ্তাহ ধরে নিখোঁজ হওয়ার ঘটনায় নিরুপায় হয়ে ওই স্কুল ছাত্রীর পিতা শ্রী নারায়ণ চন্দ্র ডাকুয়া বাদী হয়ে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরে মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তপন কুমার মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে রাজধানী ঢাকার তেজগাঁও থানা পুলিশের সহযোগিতায় একটি ভাড়াটিয়া বাসা থেকে অপহৃতা স্কুল ছাত্রী লিমা রাণী (১৪) কে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত যুবক নয়ন (২৩) কে আটক করেছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউপি’র মেকুরটারী (ডাকুয়া পাড়া) এলাকার শ্রী নারায়ণ চন্দ্র ডাকুয়ার স্কুল পড়–য়া কন্যা ও রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী লিমা রাণী (১৪) এর সঙ্গে পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকার এন্তাজ আলীর পুত্র ও কম্পিউটার গ্রাফিক্স ব্যবসায়ী নয়ন (২৩) এর এক বছর পূর্বে একটি ধর্মীয় অনুষ্ঠানে তাদের দু’জনের পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্র ধরে নয়ন নিজেকে হিন্দু সম্প্রদায়ের পরিচয় দিয়ে ওই স্কুল ছাত্রীকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন আত্মীয়ের বাসায় নিয়ে যায়। এক পর্যায়ে লিমা রাণীকে নিয়ে প্রেমিক নয়ন ঢাকার তেজগাঁও এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সেখানে তারা দু’জন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ২ সপ্তাহ ধরে বসবাস করে আসছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে তাদের বসবাসের স্থান শনাক্ত করে মঙ্গলবার তেজগাঁও থানা পুলিশের সহযোগিতায় তাদের আটক করে রাজারহাট থানায় নিয়ে আসে। যার মামলা নং-০২, তাং-০২-০৩-১৫ ইং। আটককৃত প্রেমিক নয়ন (২৩) এ প্রতিবেদককে বলেন, লিমা রাণী আমাকে বিয়ে করেছে এবং আমরা দু’জন স্বামী-স্ত্রী হিসেবে ঘর করে আসছি। জোর পূর্বক তাকে আমি ধর্মান্তরিত করি নাই। দু’জন সবকিছু জেনে-শুনে বিয়ে করেছি কোর্ট এফিডেভিটের মাধ্যমে। এ বিষয়ে রাজারহাট থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, অপহৃতা স্কুল ছাত্রী বর্তমানে থানা পুলিশ হেফাজতে রয়েছে এবং অপহরণকারী যুবক নয়নকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।