রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর বাগুয়ার চর গ্রাম থেকে ১৬ নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বাগুয়ার চর গ্রামের ওমর আলীর বাড়িতে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের ওমর আলীর বাড়িতে সকাল থেকে নারীরা ইসলামী সভার আয়োজন করে। ওই সভায় ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য দিচ্ছিলেন উপজেলার পাখিউড়া গ্রামের রাবেয়া খাতুন নামের এক নারী। এ সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে রৌমারী থানার তদন্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়েছে।