রাজশাহী: দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর রাজশাহী-ঢাকা রুটে আবারো চালু হচ্ছে বিমান বাংলাদেশ এর ফ্লাইট। আগামী মাস থেকে সপ্তাহে তিনদিন এই রুটে যাত্রী পরিবহণ করবে বিমান। তবে যাত্রীর সংখ্যা কম থাকলে এই রুটে বিমান চলাচল আবারো বন্ধের আশঙ্কা রয়েছে, বলছেন নীতি নির্ধারকেরা।
প্রত্যাশা অনুসারে যাত্রী না পাওয়ায় ২০০৭ সালে বন্ধ হয়ে যায় রাজশাহীর সাথে ঢাকার বিমান যোগাযোগ। ২০১০ সালে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বৈমানিক প্রশিক্ষণ দেয়া শুরু করে বিমান বন্দরটিতে। তবে আবারো এই রুটে চালু হচ্ছে বিমানের ফ্লাইট। ইতিমধ্যে বিমান বন্দরের টার্মিনাল স্থাপন, ফাইবার ফার্নিচার স্থাপন, সীমানা প্রাচীর সম্প্রসারণ, পেট্রোল সড়ক ও রানওয়ে সংস্কারের কাজ শেষ হয়েছে।
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর ফলে বিদেশ থেকে আসা যাত্রীরা সহজেই রাজশাহী রুটের সঙ্গে আকাশ পথে সংযুক্ত হতে পারবেন। যাত্রী পরিবহণের পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে পণ্য পরিবহণের কার্গো রাখার দাবি জানিয়েছেন রাজশাহীর ব্যবসায়ীরা
দীর্ঘ দিন পর রাজশাহী-ঢাকা রুটে বিমানের ফ্লাইট চালু হওয়ায় খুশি যাত্রীরা। তবে যাত্রী সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
আগামী ৭ই এপ্রিল থেকে এ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। তবে প্রত্যশা অনুসারে যাত্রী না পেলে কতদিন এই বিমান চলাচল স্বাভাবিক থাকবে এ নিয়ে সংশয় জানালেন খোদ বিমানমন্ত্রী।
মঙ্গল, শুক্র ও রোববার-সপ্তাহের এই তিনদিন রাজশাহী-ঢাকা রুটে যাত্রী পরিবহণ করবে বাংলাদেশ বিমান।