নাটোর : ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ দলের পরাজয় সহ্য করতে না পেরে নাটোরে এক ব্যক্তির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রামের উজির আলী (৪৫) নামে ওই ব্যক্তি খেলার শেষ মুহূর্তে হার্ট অ্যাটাকে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লালপুরের গোপালপুর পৌরসভার মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল জানান, পৌর এলাকার কেশবপুর মহল্লার মৃত রমজান আলীর ছেলে উজির আলী। বৃহষ্পতিবার বিকেলে নিজ ঘরে বাংলাদেশ-ভারত ক্রিকেট খেলা দেখছিলেন। খেলা মাঝামাঝি পর্যায় থেকে বাংলাদেশ দলের পরাজয় অনুমান করে তিনি উত্তেজনায় ঘরের মধ্যে পায়চারি করছিলেন।
বাংলাদেশের শেষ উইকেট পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুক চাপড়ে আর্তনাদ শুরু করেন এবং ঘরের মেঝেতে পড়ে যান। এ সময় তিনি বুকে তীব্র ব্যাথা অনুভব করছিলেন বলে পরিবারের সদস্যদের জানান। পরিবারের লোকজন তড়িঘড়ি করে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
নিহত উজির আলীর ছোট ভাই বখতিয়ার হোসেন জানান, তার ভাই হার্ট অ্যাটাকে মারা গেছেন। তিনি বরাবরই খেলা পাগল মানুষ ছিলেন। বাংলাদেশের ফুটবল ও ক্রিকেট দলের প্রায় সকল খেলায় তিনি বাড়ি বসে উপভোগ করতেন। কোনো ভাবেই তিনি খেলা দেখা বন্ধ করতেন না। খেলার জন্যই তার মৃত্যু হলো।