দিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুরে ‘পাখিড্রেস’ কিনে না পেয়ে পিতার ওপর অভিমান করে জেসমিন আরা (১৭) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ১১টার দিকে উপজেলার খোড়াখাই সরদারপাড়া গ্রামে সকাল সাড়ে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী জেসমিন আরা জামতলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পার্বতীপুর মডেল থানার এএসআই মোকছেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘পাখিড্রেস’ কিনে না দেয়ায় অভিমান করে জেসমিন আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মালমলা হয়েছে।