মাহবুবুল হক খান, দিনাজপুর: পার্বতীপুর রেলওয়ে লোকো সেডের কী-পয়েন্টে ব্রডগেজ লাইনে দু’টি ইঞ্জিনের সংঘর্ষে ইঞ্জিন দু’টি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনার পর পর রাতেই পাকশী রেলওয়ে কন্টোল রুম দুই চালক তহিদার রহমান (টিকিট নং ৪৮১) ও গোলাম বারিককে (টিকিট নং ৪৭৬) বরখাস্ত করেছে।
পার্বতীপুর রেলওয়ে সহকারী প্রকৌশলী আহসান হাবিব জানান, রেলওয়ে লোকো সেডে ব্রডগেজ লাইনে ইনকামিং-আউট গোয়িং লোকোমোটিভ (ইঞ্জিন) কী-পয়েন্টে সংগর্ষে লাইনচ্যুতের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাতে হরতাল ও অবরোধে নাশকতা আশংকায় বৃহস্পতিবার রাত ৮ টায় দিকে লোকো সেড কী-পয়েন্টের লোকো সেড থেকে ইমাজেন্সী পাইলট ইঞ্জিন নং ৬৩০৫ রেল স্টেশন এসে পুলিশ ও আনসার নিয়ে পাচঁবিবি উদ্দ্যেশ্যে যাওয়ার সময় আন্তঃনগর নীলসাগর ইঞ্জিনটি নং ৬৫২৪ ধাক্কা দিলে ইমাজেন্সী পাইলট ইঞ্জিনটি দুর্ঘটনার কবলে পরে। এতে দুইটি ইঞ্জিন লাইনচ্যুত হলে রেল লাইনের ব্যাপক ক্ষতিসাধন হয়। এ ঘটনায় আটকা পড়ে আরো ৪টি ইঞ্জিন যার নং-৬০০৮, ৬২০৮, ৬২০৫ ও ৬০০৯। ফলে লোক সেড থেকে এ ব্রড গেজ লাইন দিয়ে কোন ইঞ্জিন চলাচল করতে পারছে না। এ রিপোর্ট লেখা উদ্ধারের তৎপরতা চলছে।
এদিকে ভারপ্রাপ্ত সেডের দায়িত্বরত কর্মচারী আব্দুল করিম জানান, সাময়িকভাবে আন্তঃনগর ট্রেন চলাচল ব্যাহত হবে এবং কন্টোল রুমের নির্দেশে দুই চালককে বরখাস্ত করা হয়েছে।