ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির তিলাই খালের উপর সুইচ গেট নির্মানের ভিত্তি স্থাপন করেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। শনিবার দুপুর সাড়ে ১২ টায় ভিত্তি স্থাপন শেষে তিলাই খাল পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি মোঃ আব্দুল সাত্তার মন্ডলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জি ইডির দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ্, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান মিলটন, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, আ’লীগ নেতা মোঃ মহিদুল ইসলাম, প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সরকার, ইউপি চেয়াম্যান মোঃ হারুনুর রশিদ।
গোল্ডেন অটো রাইস মিলের ভিত্তি স্থাপন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ফকির পাড়া এলাকায় এবিসি গোল্ডেন অটো রাইস মিল লিঃ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি) শনিবার গোল্ডেন আটো রাইস মিল লিঃ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
মটরসাইকেল আটক
ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় আভিযান চালিয়ে ২ লাখ টাকার মাদকসহ মটর সাইকেল আটক করেন। শনিবার ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কোরবান আলী গোপন সূত্রে সংবাদ পেয়ে বিরামপুর উপজেলার ভাইগড় বিওপির বিজিবির হাবিলদার তৌহিদ মিয়াকে চন্ডিপুর এলাকায় অভিযান চালার নিদের্শ দেন। নিদের্শ মোতাবেক বিওপির হাবিলদার তৌহিদ মিয়া চন্ডিপুর এলাকায় রাতে ওই এলাকায় ওৎপেতে থেকে মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে মাদক ব্যবসায়ী একটি ব্যাগ ও মটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা ব্যাগটি উদ্ধার করে বিওপি ক্যাম্পে এনে তল্লাশি করে ২২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।