আকতার হোসেন বকুল: ভারতের একটি হোমে আটক থাকা ৬ বাংলাদেশিকে সাজা শেষে ফেরত পাঠিয়েছে ভারতীয় অভিবাসন পুলিশ। আজ রবিবার দুপুর ১২ টার সময় হিলি চেকপোষ্ট দিয়ে তাদের বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ আট বছর ধরে তারা ভারতের উত্তর দিনাজপুর জেলার সেন্টজন জেসিএল হোমে আটক ছিল।
নিজ দেশে ফিরে আসা এসব বাংলাদেশিরা হলো, বরিশালের সুজন পার, ঠাকুরগাঁওয়ের কামরুল হোসেন, সোহেল রানা, সাদিকুল ইসলাম, বশির উদ্দীন ও শামীম হোসেন।
হিলি অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান বলেন, বেলা ১২টায় হিলি চেকপোষ্ট দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশ তাদের হস্তান্তর করে। এসময় সেখানে হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি নায়েব সুবেদার আব্দুল জববার, বিএসএফ ক্যাম্প কমান্ডার, এনজিও প্রতিনিধি, হোমের সুপারিনটেনডেন্ট মধুসুধন সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
হিলি অভিবাসন কার্যালয় সূত্রে জানাগেছে, এই ৬ বাংলাদেশি দালালের মাধ্যমে দিনাজপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করে। এসময় পুলিশ-এর হাতে ধরা পড়ে। ভারতে বিনা পাসপোর্টে প্রবেশের অপরাধে আদালত তাদের সাজা দেয়। দীর্ঘ ৮ বছর পর তারা মাতৃভুমিতে ফিরে এল।