রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের একঝাক তরুন কবি ও সাহিত্যিকের দীর্ঘ প্রচেষ্ঠার ফসল ‘মাসিক প্রত্যয়ের’ মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার বিকেলে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ‘করেন মাসিক’ প্রত্যয়ের সম্পাদক ও বেরোবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদ নুর। অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কারমাইকেল কলেজের অধ্যাপক রমজান আলী, ‘উত্তর মেঘ’ সম্পাদক শহিদুর রহমান বিশু, কবি গোপাল অধিকারী, বিশিষ্ট ছড়াকার নুর-উন-নবী বেলাল, ‘রংধনু’ সম্পাদক জাকির আহমেদ, ‘সহসা দ্বাদশ’ সম্পাদক শ্রাবন বাঙালি, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন, বিভাগীয় লেখক পরিষদের সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান সোহাগ, সদস্য শেখ সাইফুল্লাহ রুমী, ছড়াকার এস.এম শহিদুল আলম, কবি ফারুক প্রধান প্রমূখ।