সিসি নিউজ: দিনাজপুরের খানসামা উপজেলায় ক্ষেতের ফসল ছাগলে খাওয়া নিয়ে সৃষ্ট সংঘর্ষে মতিনা বিবি (৫০) নামে এক গৃহবধু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের ঝড়ুয়াপাড়া গ্রামে। মতিনা বিবি ওই গ্রামের সাহাউদ্দিনের স্ত্রী ।
সূত্র মতে, ছাগল কর্তৃক ভুট্টা ক্ষেত নষ্ট করার জের ধরে মতিনা বিবির সাথে ফসল মালিকের বচসার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মতিনা বিবি। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত পাকেরহাট হাসপাতালে নেয়। সেখানে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।