সিসি নিউজ: দীর্ঘ ১২ দিনেও কোন হদিস মেলেনি কাজের মেয়ে সেলিনার। গত ১২ মার্চ দুপুরে ঢাকাস্থ বণশ্রী সি-ব্লকের একটি বাসা থেকে ময়লার বালতি নিয়ে নীচে নেমে যাওয়ার পর নিরুদ্দেশ হয় নীলফামারী সদর উপজেলার গুড়গুড়ি গ্রামের হবি মিয়ার মেয়ে সেলিনা আক্তার সেলি (১৯)। ঢাকার একটি ওষুধ কোম্পানিতে কর্মরত নীলফামারী শহরের উকিলের মোড় এলাকার জনৈক রানার বাসায় কাজের মেয়ে হিসেবে কাজ করতো সেলিনা। বাসার সিসি ক্যামেরায় দেখা যায় দুপুর ১২টার দিকে সেলিনা বাসার ময়লা আবর্জনার বালতি নিয়ে বিল্ডিংএর নীচে নামছে। কিন্তু এর পর সে আর বাসায় ফেরেনি। এব্যাপারে রামপুরা থানায় ওই দিনই একটি সাধারন ডায়রি (নং-৪৯৬) করা হলেও দীর্ঘ বার দিনেও সেলিনার কোন হদিস পাওয়া যায়নি।