সিসি নিউজ: নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ-তিনবট সড়কের পাশে থাকা ১৮টি মূল্যবান কর্তনকৃত শাল গাছ জব্দ করেছে বনবিভাগ। জলঢাকা উপজেলার ভারপ্রাপ্ত বন সংরক্ষন কর্মকর্তা মোনায়ের হোসেন জানান, রাতের আধারে কতিপয় ব্যক্তি গাছগুলি কর্তন করে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে ফুসিল চন্দ্র নামের এক কাঠ ব্যবসায়ীর মিল থেকে ১৮টি গাছের প্রায় ৪৬টি গুড়ি জব্দ করা হয়